ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিষের গুঁতোয় প্রাণ গেল লেবু বিক্রেতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
মহিষের গুঁতোয় প্রাণ গেল লেবু বিক্রেতার  ...

চট্টগ্রাম: বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজারে মহিষের গুঁতোয় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ গফুর (৪৫) নামের এক লেবু বিক্রেতা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাহাড় থেকে লেবু সংগ্রহ করে বাজারে বিক্রি করার সময় তিনি দলছুট ৮-১০টি মহিষের পালের মাঝখানে পড়ে যান।

এসময় মহিষের শিং এর গুঁতোয় আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনিন্দিতা লোধ বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বোয়ালখালী থানার ডিউটি অফিসার এএসআই দিদার বাংলানিউজকে বলেন, মহিষের শিং এর গুঁতোয় এক লেবু বিক্রেতার মৃত্যুর খবর পেয়েছি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়রি ১৯, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।