ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২২০ কেজির কৈ কোরাল মাছটি কেটে বিক্রির উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
২২০ কেজির কৈ কোরাল মাছটি কেটে বিক্রির উদ্যোগ ২২০ কেজির মাছটি কেটে বিক্রি করা হবে কাজীর দেউড়ি বাজারে।

চট্টগ্রাম: ২২০ কেজি ওজনের ‘কৈ কোরাল’। মাছটি নগরের কাজীর দেউড়ি বাজারে আনার পর থেকেই হইচই।

ছবি আর সেলফি তোলার ধুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে মাছটির ছবি।

রোববার (২০ ফেব্রুয়ারি) মাছটি কক্সবাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় কিনে আনা হয় খুচরা বিক্রির জন্য। এত বড় মাছ কিনবে কে? এ রকম বড় মাছ কেটে কেজি হিসেবে বিক্রির অতীত অভিজ্ঞতার পথেই হাঁটছেন বিক্রেতা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালেই মাছটি কেটে টুকরা টুকরা করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি কেজি মাছ ১২শ টাকায় ইতিমধ্যে ৮০ কেজির অগ্রীম অর্ডারও হয়ে গেছে।

‘সৈয়দ শাহ মাছ দোকান’র মো. রনি বাংলানিউজকে বলেন, দুই-তিন বছর আগে এ রকম বড় মাছ বিক্রির জন্য এনেছিলাম। এখন জেলেরা বড় মাছটি ধরে কক্সবাজারে এনেই আমাদের ফোন করে। আমরা মাছটি নিয়ে আসি। চট্টগ্রামে সামুদ্রিক বড় মাছের আলাদা টেস্টের কারণেই আলাদা কদর আছে, বিশেষ করে কাজীর দেউড়ি বাজারে।

তিনি জানান, এ ধরনের বড় মাছ অনেকে কিনে অনেকে আত্মীয়-স্বজনের কাছে উপহার পাঠান।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।