ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফয়’স লেকে ৪ শতাধিক প্রতিযোগীর রংতুলিতে দেশপ্রেম 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
ফয়’স লেকে ৪ শতাধিক প্রতিযোগীর রংতুলিতে দেশপ্রেম  ...

চট্টগ্রাম: ছোট্ট ক্যানভাসে বিস্তৃত বাংলাদেশ। বঙ্গবন্ধুর মুখখানি তো আছেই।

সঙ্গে সাদা পায়রা, মুক্তিযুদ্ধ, নীল আকাশে লাল-সবুজের স্যাটেলাইট কী নেই। কারও ক্যানভাসে রূপসী বাংলার হাতছানি।
কেউ এঁকেছে ফুল-পাখি আর মনের মতো ছবি। এক মনে কচিহাতে ক্যানভাস রাঙাতে ব্যস্ত ছিল সবাই। আঁকিবুঁকি শেষে আধুনিক সব রাইডে মনের আনন্দে মেতে ওঠে তারা। সন্তানদের খুশিতে হাসি ফোটে অভিভাবকদের মুখেও।  

শুক্রবার (১৮ মার্চ) ফয়’স লেকে কনকর্ড এন্টারটেইন্টমেন্ট কোম্পানি লিমিটেড ও পোলার আইসক্রিম আয়োজিত ‘পোলার আইসক্রিম মনের সুখে আঁকি’ শীর্ষক প্রতিযোগিতার চিত্রটা ছিল এমনই।  
 
মহান স্বাধীনতার মাসে আগামী প্রজন্মের শৈল্পিক মননের বিকাশে অনুপ্রেরণা জোগাতে এ প্রতিযোগিতার আয়োজন। দিনব্যাপী এ আয়োজনে সব অংশগ্রহণকারীর জন্য ফয়'স লেক কমপ্লেক্সে ফ্রি প্রবেশ, রাইড, দুপুরের খাবার, আইসক্রিম ও সনদপত্র ছিল। ক বিভাগে ৫ - ৮ বছর, খ বিভাগে ৯-১২ বছর এবং গ বিভাগে ১২-১৬ বছরের শিশু-কিশোররা অংশ নিয়েছে। প্রতি বিভাগ থেকে ১০ জনকে ক্রেস্ট, বই, সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। এ ছাড়াও  প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

বিচারকদের রায়ে ক বিভাগে ১ম হয়েছে লাবিবা লুতাস, ২য় ওয়াসির রহমান ফাহিম এবং ৩য় প্রত্যয় সাহা।  
খ বিভাগে ১ম হামিন সাবতাজ আনওয়া, ২য় সাবিহা রহমান ফাইরোজ এবং ৩য় নীরব রায়
গ বিভাগে ১ম নূর এ জান্নাত, ২য় আনিকা তাবাসসুম এবং ৩য় নীলয় কান্তি ধর

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একুশে পদকে ভূষিত দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।  

সবশেষে ছিল মনোমুগ্ধকর গান, নৃত্য পরিবেশনা।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।