ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়া থানা ছাত্রলীগ সভাপতি আলী, সম্পাদক মান্নান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
সাতকানিয়া থানা ছাত্রলীগ সভাপতি আলী, সম্পাদক মান্নান  সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: সাতকানিয়া থানা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো.আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি জেলা ছাত্রলীগের দফতর সেলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

২০২০ সালের ১৯ মার্চ রাতে ছাত্রদল, ছাত্রশিবির ও চুরির মামলার আসামিদের নিয়ে কমিটি করায় বিতর্কিত সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০২০ সালের ২ মার্চ রাতে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও সাতকানিয়া সরকারি কলেজের দুই সদস্যের কমিটি অনুমোদন দেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে কমিটিতে অছাত্র, মাটি ব্যবসায়ী ও বিদেশফেরত শ্রমিক, ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী ও মোটরসাইকেল চুরির মামলার আসামি স্থান পাওয়ায়।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।