ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, এপ্রিল ৬, ২০২২
চট্টগ্রামের লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।  বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো. ইকবাল উদ্দীন চৌধুরী ও তার স্ত্রী সখিনা ফাতেমা।

মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বাংলানিউজকে বলেন, ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।  চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পরে বিস্তারিত জানানো যাবে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুইজন স্বামী ও স্ত্রী। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।