ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবাদত: নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবাদত: নাছির  ইফতার সামগ্রী বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলাম মানবতার ধর্ম। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা।

তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা ইমানের দাবি। সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবাদত।
 

সোমবার (১১ এপ্রিল) সকালে মুরাদপুরের একটি কমিউনিটি সেন্টারে নগর আওয়ামী যুবলীগের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

নগর আওয়ামী যুবলীগের সংগঠক মো. ফিরোজের সভাপতিত্ব ও নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভির সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, ইউনিট আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম, শাহেদ হায়দার খান, আলমগীর কবির, রাশেদুল আনোয়ার খান, তৌহিদুল ইসলাম রনি, মো. আসাদুর রহমান খান, মো. জাবেদ, মো. ফারুক, রাশেদ চৌধুরী, মো. ইসমাইল, মাশফিকুল ইসলাম রাফি, আরিয়ান চৌধুরী আশিক, সজীব, তাহীম, আরমান প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।