ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাখাইনদের বর্ণিল জলকেলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
রাখাইনদের বর্ণিল জলকেলি ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: করোনার দুই বছর পর বর্ণিল আয়োজনে নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে হয়ে গেল রাখাইন তরুণ-তরুণীদের পানি খেলা বা জলকেলি।  

সোমবার (১১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ পানি খেলা অনুষ্ঠিত হয়।

ড্রাম থেকে একে অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসবে মেতে উঠেন রাখাইনরা।

কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ উপানন্দ মহাথের বাংলানিউজকে বলেন, সকাল থেকে বুদ্ধপূজা, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, অন্নগ্রহণ, বুদ্ধ স্নান, সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সবশেষে ছিল রাখাইন তরুণ-তরুণীদের পানি খেলা। তারা ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী মঙ্গল জল ছিটিয়ে নতুন বছরের জন্য পরিশুদ্ধ হয়ে থাকে।  

তিনি জানান, ১০ বছর ধরে এ বিহারে রাখাইনদের নববর্ষ উৎসব ও প্রার্থনা হচ্ছে। বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে জলকেলি বা পানি খেলা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।