ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অধিকার আদায়ে ওয়াসা শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আ জ ম নাছির

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
অধিকার আদায়ে ওয়াসা শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আ জ ম নাছির

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রাজশাহী ওয়াসার শ্রমিক-কর্মচারীরা পেনশন সুবিধা ভোগ করেন। দেশের অপরাপর ওয়াসাতেও এই সুবিধা রয়েছে।

কিন্তু চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারীরা পেনশন পান না। এই দাবি আদায়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারীরা নানামুখী আন্দোলন সংগ্রাম করছেন।
তবে রহস্যজনক কারণে তাদের আন্দোলন আজও  সফলতার মুখ দেখেনি। তবে নায্য দাবি আদায়ে ওয়াসার শ্রমিক কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল)  বিকেলে চট্টগ্রাম ওয়াসা সম্মেলন কক্ষে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে খতমে কোরআন, ইফতার মাহফিল ও আলোচনা সভা তিনি একথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, অধিকার কেউ কাউকে দেয় না। অধিকার আন্দোলন, সংগ্রামের মাধ্যমে অর্জন করে নিতে হয়। চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের নায্য দাবি আদায়ে আন্দোলন করছে। কিন্তু তাদের দাবি এখনো পূরণ হয়নি। এই দাবি আদায়ে শ্রমিক-কর্মচারীদেরকে এক পতাকা তলে দাঁড়াতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

চট্টগ্রাম ওয়াসা সিবিএ’র সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি শফর আলী, কার্যকরী সদস্য বেলাল  আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি কামাল উদ্দিন, চট্টগ্রাম ওয়াসা সিবিএ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, অর্থ  সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, আপ্যায়ন সম্পাদক ফজলুল কাদের, মাহবুব, ফরহাদ, আনোয়ার, মহরম,  রেজোয়ান, জাকারিয়া, কামরুল উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।