ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপ উল্টে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
পিকআপ উল্টে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ১০ প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় থানায় নির্মাণশ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে ২ জন নিহত ও আহত হয়েছেন আরও ১০ জন।  

বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুনবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. বশির (৭০) ও মো. আমজাদ (৪৫)। তাদের বাড়ি বরিশালে জেলায় বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  চট্টগ্রাম শহর থেকে নির্মাণশ্রমিকদের বহনকারী পিকআপটি চন্দ্রঘোনা সেগুনবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।  নিহত ও আহত ব্যক্তিদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নেওয়া হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাহবুব মিল্কী বাংলানিউজকে বলেন, বৃষ্টির সময় নির্মাণশ্রমিকদের বহনকারী মিনি পিকআপ উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়ও আরও ১০ জন আহত হয়েছেন। আহতরা আশঙ্কামুক্ত। দুইজনের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।