ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ৯, ২০২২
বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) বিকেলে সাড়ে ৩টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়নের গুমাই বিলে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম  মো. জমির উদ্দিন (৩৩)। তিনি উপজেলার কদমতলী ইউনিয়নের চুইপাড়া এলাকার সুফিপাড়া গ্রামের সরু মিয়ার ছেলে।
 

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঝড়-বৃষ্টির সময় বিকেল সাড়ে ৩টার দিকে কৃষক জমির উদ্দিন গুমাই বিলে ধানের কাজ করছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে জমির উদ্দীন মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।