ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কোটি টাকার সাপের বিষ সহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, মে ১৪, ২০২২
কোটি টাকার সাপের বিষ সহ আটক ৩

চট্টগ্রাম: কোবরা সাপের বিষ সহ ৩ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।  

শুক্রবার (১৩ মে) রাতে ডবলমুরিং থানাধীন ডিটি রোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের সঙ্গে থাকা একটি কাঁচের জার ভর্তি সাপের বিষ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইসমাইল, মো. জয়নাল আবেদীন ও রুপন চাকমা।

পুলিশ জানায়, জব্দকৃত এসব সাপের বিষ বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মো. আলী হোসেন বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার ডিটি রোড় সংলগ্ন এলাকা থেকে সাপের বিষসহ তিন জনকে আটক করা হয়েছে। এসব বিষ তারা অবৈধভাবে বিদেশ থেকে আমদানি করেছে। এ ছাড়াও আটককৃতরা ঝাড়ফুক/তন্ত্র-মন্ত্র করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমআর/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।