ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা নিয়ে সতর্ক থাকতে হবে: জেলা প্রশাসক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ১৬, ২০২২
ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা নিয়ে সতর্ক থাকতে হবে: জেলা প্রশাসক  বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

চট্টগ্রাম: জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, আগামী কিছু দিনের মধ্যে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় স্থান না পায় সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

সোমবার (১৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, সন্দ্বীপ, লোহাগাড়া, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গারা তথ্য গোপনের মাধ্যমে বসবাস করে আসছে।

যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সম্পৃক্ত থাকবে তাদেরও রোহিঙ্গাদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, আগামী ১৫ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টিসহ বিভিন্ন উপজেলার ২১টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোপূর্বে এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।  নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।  

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারূফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাংগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (ফটিকছড়ি), এমএ মোতালেব (সাতকানিয়া), চৌধুরী মো. গালিব (বাঁশখালী), ফারুক চৌধুরী (কর্ণফুলী), মো. জসিম উদ্দিন (মিরসরাই), উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা (কর্ণফুলী), শেখ জোবায়ের আহমদ (আনোয়ারা), সাইদুজ্জামান চৌধুরী (বাঁশখালী), মো. মিনহাজুর রহমান (মিরসরাই), মো. সাব্বির রাহমান সানি (ফটিকছড়ি), ইফতেখার ইউনুস (রাঙ্গুনিয়া), নাছরীন আক্তার (চন্দনাইশ), ফাতেমা-তুজ জোহরা (সাতকানিয়া) প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।