ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে বিপ্লব বড়ুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, মে ১৮, ২০২২
আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে বিপ্লব বড়ুয়া পুলিশ সদস্য মো. জনি খানকে হাসপাতালে দেখতে গেছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চট্টগ্রাম: আসামি ধরতে গিয়ে আহত লোহাগাড়া থানার পুলিশ সদস্য মো. জনি খানকে হাসপাতালে দেখতে গেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বুধবার (১৮ মে) রাতে ঢাকার মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে জনিকে দেখতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিপ্লব বড়ুয়া।

আজ রাত সাড়ে ৮টার দিকে বিপ্লব বড়ুয়া হাসপাতালে পৌঁছান। এরপর জনির শয্যাপাশে মিনিট দশেকের মতো থাকেন।
জনির চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন। এ সময় আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তিনি।  

গত ১৫ মে সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামি ধরতে গিয়ে কনস্টেবল মো. জনির বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে আসামিরা। একই দিন জনি খানকে ঢাকার মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টার অস্ত্রোপচারে হাতের কব্জি জোড়া লাগানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।