ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের জেটিতে বড় কনটেইনার জাহাজে বার্জের ধাক্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
বন্দরের জেটিতে বড় কনটেইনার জাহাজে বার্জের ধাক্কা কনটেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমাকে ধাক্কা দিয়ে ফুটো করে দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ।

চট্টগ্রাম: বন্দরের সিসিটি-৩ নম্বর বার্থে থাকা ১৬৮ মিটার লম্বা কনটেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমাকে ধাক্কা দিয়ে ফুটো করে দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ। বড় জাহাজটির ‘বে ২২’ (হাল ফ্রেম) এরিয়ায় এক বর্গফুটের বেশি ফুটো হয়েছে।

 

মঙ্গলবার (৩১ মে) সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নেওয়া হয়েছে মেরামত করার জন্য। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার ছিল।

সূত্র জানায়, সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কনটেইনার জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড করা হয়েছিল। আঘাতের পর কনটেইনার লোড-আনলোড অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ব্যালেন্সের জন্য জাহাজে আগে থেকে থাকা ১৩৭ টিইইউস কনটেইনার আনলোড করা হয়। বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা আদায় করে।  

এমভি এক্সপ্রেস কোহিমার স্থানীয় এজেন্ট সীকনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের জাহাজটি মেরামতের জন্য টিএসপি জেটিতে নেওয়া হয়েছে। সেখানে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বার্জের আঘাত পানির লেবেল থেকে উপরে হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা হয়েছে।  

তিনি জানান, বুধবার (১ জুন) এমভি এক্সপ্রেস কোহিমা রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড শেষে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।