ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েট ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুন ১৩, ২০২২
চুয়েট ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাসের সিটে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে আহত হয়েছেন তিন জন।

রোববার (১২ জুন) সন্ধ্যায় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের তৌহিদুর রহমান তামিম, তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের নাইমুল আলম রাফসান ও কম্পিউটার সায়েন্স বিভাগের সৌরভ আহম্মেদ।

চুয়েট ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক ডা. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসের সিটে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

কয়েকজন আহত হয়েছিলেন, তাঁরা চিকিৎসা নিয়ে হলে চলে গেছেন। এখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বাংলানিউজকে বলেন, চুয়েটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়ন রয়েছে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এমআই/টিসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।