ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নুরুল হক বীরপ্রতীকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জুন ২৬, ২০২২
নুরুল হক বীরপ্রতীকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক প্রতীকী ছবি

চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীরপ্রতীকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শোকবার্তায় তিনি বলেন, নুরুল হক ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য উনাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়। তাঁর মৃত্যুতে আমরা একজন জাতির বীর সন্তানকে হারালাম।

শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।