ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নেত্রকোনা ও কিশোরগঞ্জের বন্যার্তদের পাশে ফারাজ করিম চৌধুরী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুন ৩০, ২০২২
নেত্রকোনা ও কিশোরগঞ্জের বন্যার্তদের পাশে ফারাজ করিম চৌধুরী  ৫০০ পরিবারে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।

চট্টগ্রাম: সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের পর এবার নেত্রকোনা ও কিশোরগঞ্জের বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ 

বুধবার (২৯ জুন) নেত্রকোনার সদর এলাকা ও সিধলি ইউনিয়নের বন্যার্ত মানুষের মধ্যে একজনকে একটি ঘর নির্মাণের জন্য নগদ টাকা দেওয়ার পাশাপাশি সেখানকার ৫০০ পরিবারে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।  

কিশোরগঞ্জের নিকলী, ইটনা, মিঠামইনসহ বিভিন্ন এলাকায় ১ হাজার ৫০০ পরিবারে ত্রাণ সামগ্রী তুলে দেন ফারাজ করিম চৌধুরী৷ 

বন্যা পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২০ হাজারের বেশি পরিবারে ত্রাণ সরবরাহ, ৫০০ পরিবারকে ঘর নির্মাণ ও ১০০ গরু দিয়ে কোরবানির উদ্যোগ নিয়েছেন ফারাজ করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ৩০ জুন, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad