চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস ২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বকেয়া পড়েছে ৩ হাজার ৮৮৪ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে পেট্রোবাংলার কাছে ৩ হাজার ৬৯৯ কোটি ২৮ লাখ টাকা, পদ্মা অয়েল কোম্পানির কাছে ১১৬ কোটি ৭৩ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের কাছে ২৮ কোটি ৪০ লাখ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের কাছে ৫৭ লাখ, সামিট এলএনজির কাছে ৫ কোটি ১১ লাখ, এক্সিলারেট এনার্জির কাছে ১৩ লাখ ও বাংলাদেশ পুলিশের কাছে ৩৪ কোটি ২১ লাখ টাকা বকেয়া রয়েছে।
বকেয়াসহ হিসাব করলে রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ১৪০ কোটি টাকা। বকেয়াসহ অতিরিক্ত আদায় হয়েছে ১১ হাজার ৫৬৪ কোটি টাকা, প্রবৃদ্ধি ২২ দশমিক ৪২ শতাংশ। বকেয়া বাদে অতিরিক্ত আদায় ৭ হাজার ৬৮০ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৫ শতাংশ।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম বাংলানিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা মনে করি রাজস্ব আহরণ ভালো করতে সক্ষম হয়েছি আমরা। বকেয়া বাদ দিলে আমাদের প্রবৃদ্ধি প্রায় ১৫ শতাংশ। এটা গত অর্থবছরে যে ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল তার চেয়ে ১৫ শতাংশের হিসাব।
তিনি বলেন, রাজস্ব আহরণের পাশাপাশি কাস্টম হাউস চোরাচালান রোধ, জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, রাজস্ব ফাঁকি বন্ধ করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এআর/টিসি