চট্টগ্রাম: নগরে ড্রেন থেকে মো: জাকির হোসেন (৩৪) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) দুপুরে বন্দর থানাধীন ৫ নম্বর জেটি গেইটের বিপরীতে নির্মাণাধীন ফ্লাইওভারের ৬৭-৬৮ পিলারের মধ্যবর্তী রেললাইনের পূর্ব পাশে একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. জাকির হোসেন, বন্দর থানার ঈশান মিস্ত্রি ঘাট এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে জানান, বন্দর থানাধীন ৫ নম্বর জেটি গেইটের বিপরীতে নির্মাণাধীন ফ্লাইওভারের পাশে একটি ড্রেন থেকে মো: জাকির হোসেন (৩৪) নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেকের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এমআই/টিসি