ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএম ডিপোতে তল্লাশি: একজনের দেহাবশেষ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, জুলাই ৪, ২০২২
বিএম ডিপোতে তল্লাশি: একজনের দেহাবশেষ উদ্ধার ফাইল ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরেকজনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (৪ জুলাই) পৌনে ৪টার দিকে ডিপোর টিন শেড থেকে মরদেহের দেহাবশেষটি উদ্ধার করা হয়।

 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলানিউজকে বলেন, বিএম ডিপোর ভেতরে টিন শেড পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। শরীরের পুড়ে যাওয়া অংশবিশেষসহ মাথার খুলি পাওয়া যায়।

এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছেন। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
   
গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

বাংলাদেশ সময়:২০৫৭  ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।