ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবককে অপহরণ করে ১৩ লাখ টাকা দাবি, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
যুবককে অপহরণ করে ১৩ লাখ টাকা দাবি, গ্রেফতার ২ ...

চট্টগ্রাম: কোতোয়ালী থানার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে মো. কামাল উদ্দিন নামে এক যুবককে অপহরণ করে ১৩ লাখ টাকা দাবি করে অপহরণকারী।  

মঙ্গলবার (১৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কামাল উদ্দিনের ছোটভাই জয়নাল আবেদীন থানায় অভিযোগ করেন।

বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাঙ্গুনিয়া থানাধীন ইসলামপুর এলাকার দুর্গম পাহাড় এলাকা থেকে কামাল উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় অপহরণ চক্রের ২ জন সদস্য মামুন (২৫) ও বেলালকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গত সোমবার দুপুর দিকে কামাল উদ্দিন নামে এক যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছ থেকে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাঙ্গুনিয়া থানার ইসলামপুর এলাকার দুর্গম পাহাড় থেকে কামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা জুলাই ২০, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।