ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগস্টের পরেই আন্দোলন চবি ছাত্রলীগের একাংশের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
আগস্টের পরেই আন্দোলন চবি ছাত্রলীগের একাংশের ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শোকের মাস আগস্টের পরেই তিনটি দাবি পূ্রণ না হলে আন্দোলন যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১০ আগস্ট) দুপুর একটায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভিএক্সের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, আরএস গ্রুপের নেতা রকিবুল হাসান দিনার, বাংলার মুখ গ্রুপের আবু বকর তোহা, একাকার গ্রুপের মইনুল ইসলাম রাসেল, কনকর্ড গ্রুপের আবরার শাহরিয়ার, উল্কা গ্রুপের সুমন খান এবং এপিটাফ গ্রুপের সাজ্জাদ আনাম পিনন।

তিন দাবি-
পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা।

কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী যোগ্যস্থানে ক্রমানুসারে পুনঃমূল্যায়ন করা। কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিস্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।