ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় বক্তব্য দেন বেদারুল আলম চৌধুরী বেদার।

চট্টগ্রাম: ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার বার্ষিকীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোতগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় নগরের লালদীঘি চত্বরে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও রাজীব চন্দের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

 

বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দীপন দাশ, মুহাম্মদ নাজিম উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, সোহেল ইকবাল, কোহিনুর আকতার, মোহাম্মদ শফিক, আবু বক্কর সিদ্দিকী, শহিদুল আলম লিটন, এস এম রাফি, নয়ন মজুমদার, প্রদীপ দাশ প্রমুখ।  

সভায় বেদারুল আলম চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জঙ্গিবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির অভয়ারণ্যঅ হতে পারে না।

যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘৃণা করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তির কোনো কম্প্রোমাইজ হতে পারে না। ওরা দেশ জাতির চরম শত্রু। এই হায়েনার দল বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। ওরা চরমপন্থার অন্ধকারের কীট।  

বক্তারা এই অপশক্তির বিনাশে মুক্তিযুদ্ধের প্রজন্মের চেতনার লড়াইয়ে নতুন প্রজন্মকে শামিল হবার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।