ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহাসড়ক অবরোধ

সলিমপুরের দুইশ’ জনকে আসামি করে ৬ মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
সলিমপুরের দুইশ’ জনকে আসামি করে ৬ মামলা  ফাইল ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নিরবচ্ছিন্ন পানি-বিদ্যুত সরবরাহের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নারী-পুরুষসহ প্রায় দুইশ’ জনকে আসামি করে ৬টি মামলা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, জঙ্গল সলিমপুরের বাসিন্দারা পানি-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুরসহ সীতাকুণ্ড থানায় ৬টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।