ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সদরঘাট ও বাংলাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
সদরঘাট ও বাংলাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মাঝিরঘাট ও বাংলাবাজার ঘাটের সড়ক দখল করে অবৈধভাবে নির্মিত পাকা দোকান উচ্ছেদ।

চট্টগ্রাম: নগরের মাঝিরঘাট ও বাংলাবাজার ঘাটের সড়ক দখল করে অবৈধভাবে নির্মিত ২০-২৫টি পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে। এর ফলে বাংলাবাজার ঘাট ব্যবহারকারী ও পথচারীদের চলাচলের পথ সুগম হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। চট্টগ্রাম জেলা পুলিশ ও ৩১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহায়তা করেন।

 

অভিযানে অংশ নেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুহাম্মদ আবুল হাশেম।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।