ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় ১১ বছরের এক শিশু ধর্ষণের মামলায় সবুজ বড়ুয়া (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফউজুল আজিম এ রায় দেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সবুজ বড়ুয়া একই থানার মুরাদপুর এলাকার বাদল বড়ুয়ার ছেলে।
 

আদালত সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া থানার মুরাদপুর এলাকার একটি বিহারের পাশে গাছের পাতা কুড়াতে গেলে ২০১৩ সালের ৫ ডিসেম্বর ১১ বছরের শিশুকে সবুজ বড়ুয়া ধর্ষণ করে। এ ঘটনা শিশুর পরিবার রাঙ্গুনিয়া থানায় একই বছরের ৯ ডিসেম্বর মামলা করে। মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় ২০১৪ সালের ৪ মার্চ। ২০১৫ সালের ১ জুন মামলার চার্জ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন। আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।  

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম সেন্টু বাংলানিউজকে বলেন, 
১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার তিন লাখ টাকা শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  

পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।