ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আবৃত্তি অনুষ্ঠান ‘মহাকাব্যের মহানায়ক’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
আবৃত্তি অনুষ্ঠান ‘মহাকাব্যের মহানায়ক’ ...

চট্টগ্রাম: শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান ‘মহাকাব্যের মহানায়ক’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যে ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিষদভুক্ত সংগঠনগুলো অংশগ্রহণ করে অনুষ্ঠানে।

কথামালা, আবৃত্তি ও পাঠের সমন্বয়ে এ আয়োজনে অতিথি ছিলেন কবি ওমর কায়সার, কামরুল হাসান বাদল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক কাজী মাহতাব সুমন। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান মাহফুজ।

 

সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি রাশেদ হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রথমেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী বিশ্বজিৎ পাল, এহতেশামুল হক, শামীমা শীলা ও সেলিম রেজা সাগর।  

এরপর বৃন্দ আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন কণ্ঠনীড়ের শিশু বিভাগ। দিপান্বিতা চৌধুরীর গ্রন্থনা ও সেলিম রেজা সাগরের নির্দেশনায় ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে এ বৃন্দ আবৃত্তিতে অংশ নেন দীপান্বিতা চৌধুরী, শারিয়া চৌধুরী, জয় বড়ুয়া,  শ্রীযু দে নিলয়,  আদিত্য বসাক কাহন, আরুব, সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, নির্ঝর তালুকদার, দিগন্ত বড়ুয়া ও আহনাফ আজমাইন।  

বৃন্দ আবৃত্তি ‘কবিতায় স্মরি তারে’পরিবেশন করেন চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন এহতেশামুল হক। অংশগ্রহণ করেন ফারুক আজম, অর্পা দে, শিউলি বড়ুয়া, মুনমুন, নুসরাত জাহান, স্বরবর্ণ আশরাফ, অজন্তা ভট্টাচার্য, প্রিয়ম কৃষ্ণ দে, দীপান্বিতা দেওয়ানজী, আজাদ রাসেল ও সাবিনা ইয়াসমিন সাথী।

আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি করেন দেবাশীষ রুদ্র, হাসান জাহাঙ্গীর।  

আবৃত্তি করেন প্রমার কঙ্কন দাশ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের ফারুক আজম, নির্মাণ আবৃত্তি অঙ্গনের পুষ্পা সর্ববিদ্যা, কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের দীপান্বিতা চৌধুরী, বর্ণ আবৃত্তি পাঠশালার সাইদুল করিম সাজু, ঐকতান পরিবারের শশী দে, রাউজান আবৃত্তি পরিষদের নয়নীকা পালিত।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট, ২৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।