ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১২ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
চট্টগ্রামে ১২ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 

চট্টগ্রাম: নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ১২ টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (৩০ আগস্ট) মহানগরীসহ চট্টগ্রামের ১৪ উপজেলায় স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে এসব হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।

সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে জানা গেছে, নগরের ১টি হাসপাতাল ছাড়াও ১৪ উপজেলার ১১ টি হাসপাতাল-ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বোয়ালখালী, রাঙ্গুনিয়া, বাঁশখালীতে ১টি, আনোয়ারায় ২ টি, মীরসরাই ও লোহাগাড়ায় ৩টি করে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, উপজেলায় যে সব হাসপাতালে অনিয়ম পাওয়া গেছে তা তৎক্ষনাৎ বন্ধ করে স্বাস্থ্য অধিদফতরে তালিকা পাঠানো হয়েছে। অধিদফতর যে সিদ্ধান্ত দিবেন তাই বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা,  আগস্ট ৩০, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।