ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু সারাজীবন ন্যায়ের পক্ষে ছিলেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
বঙ্গবন্ধু সারাজীবন ন্যায়ের পক্ষে ছিলেন বক্তব্য দেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পঁচাত্তরের পনেরোই আগস্টের শহীদদের স্মরণসভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ।  

বুধবার  (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্য চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, বঙ্গবন্ধু জীবনের পুরোটা সময় ন্যায়ের পক্ষে ছিলেন। কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।

২৩ বছর পাকিস্তান আমাদের শাসন করেছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি, অথচ নিজ দেশের মানুষ সেই দুঃসাহস করেছে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে স্বাধীন বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হয়ে পড়বে, কিন্তু সেদিন বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্ত হাতে দেশকে নেতৃত্ব দিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই নতুন প্রজন্মের মাঝেও তার আদর্শ ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুকে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো।  শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা থাকবে তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে এ আদর্শ ধারণ করবে।  
 
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবতী দুর্জয়, রাকিবুল ইসলাম দিনার, আবু বক্কর তোহা, মইনুল ইসলাম, মুজিবুর রহমান, রোমেল হোসেন, মো. শাওন, সাদেক হুসেন টিপু, যুগ্ম সম্পাদক মারুফ ইসলাম, সাবেক সহ সম্পাদক আবু হেনা মাসুম কামালসহ সংগঠনটির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।