ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আমরা একুশ চবি’র উদ্যোগ

নির্মিতব্য তথ্যকেন্দ্র হবে বিশ্ববিদ্যালয়ের জন্য সময়োপযোগী স্থাপনা: চবি উপাচার্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
নির্মিতব্য তথ্যকেন্দ্র হবে বিশ্ববিদ্যালয়ের জন্য সময়োপযোগী স্থাপনা: চবি উপাচার্য ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন (স্মরণ চত্ত্বর সন্নিহিত) স্থানে বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচ ‘আমরা একুশ চ.বি’ এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাস্তবায়নাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথ্যকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নির্মাণকাজ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।  

তথ্যকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা একুশ’ এর উদ্যোগে নির্মিতব্য তথ্যকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সময়োপযোগী স্থাপনা হিসেবে বিবেচিত হবে।

‘আমরা একুশ’এবং রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮১ এর উদ্যোগে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি কমফোর্ট সেন্টার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নে ‘আমরা একুশ’ এর মতো প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশা করি।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নির্মিতব্য এই তথ্যকেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা লাভ করবেন। আধুনিক স্থাপত্য কৌশল অবলম্বনে বহুতল বিশিষ্ট তথ্যকেন্দ্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব তথ্য একই ছাদের নিচে পাওয়া যাবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা একুশ চবির আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদল, জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী লেনিন, কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাহউদ্দিন মো. রেজা, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, রেজাউল করিম স্বপন, ভবরঞ্জন বণিক, সুস্মিতা সুলতানা, মাসুদ তালুকদার, সরওয়ার মামুন, মীর আহমেদ চৌধুরী মিন্টু, সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট ওমর ফারুক, অপু বৈদ্য, হাসনা বানু, সিমলা চৌধুরী, ওহিদুল আলম, রেজাউল করিম, মুজিব রহমান, অধ্যক্ষ শোভন চৌধুরী, দিদারুল আলম, জহুরুল ইসলাম হেলাল, সবুজ নাথ, চম্পা চৌধুরী, মৃদুল চক্রবর্তী, মানিক মজুমদার, অধ্যাপক নুরুল আমিন, আলী মাহবুব, ইমাম হোসেন, মো. সাইফুল্লাহ, রাশেদ উদ্দিন, রতন চক্রবর্তী, মো. শহীদুল্লাহ, মো. নাসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।