ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযান, নৌকা ও জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
হালদায় অভিযান, নৌকা ও জাল জব্দ ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার নৌকা, বড়শি ও জাল জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।  

শনিবার (১৭ সেপ্টেম্বর)  রাতে হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১টি মাছ ধরার নৌকা, ১ হাজার মিটার জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়।

 

জানা গেছে, হালদা নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, আইডিএফ মৎস্য কর্মকর্তা মো. রাব্বানী, ডিম সংগ্রহকারী কামাল সিকদার উপস্থিত ছিলেন।

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় এ অভিযান চলমান থাকবে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।