ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, সেপ্টেম্বর ২৮, ২০২২
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে মিফতাহুল জান্নাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৪ জনের মৃত্যু হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

মিফতাহুল জান্নাত নগরের জামালখান এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাতে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে মৃত্যুবরণ করে।

পার্কভিউ হাসপাতালে এমডি রেজাউল করিম বাংলানিউজকে বলেন, রাতে এক শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। বুধবার ভোরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।