ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষায় আসেনি ২৯১ জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
চট্টগ্রামে জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষায় আসেনি ২৯১ জন চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ফাইল ছবি

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষায় ২৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।  

জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ২৮ হাজার ৪৪২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৮ হাজার ২৩৪ জন।

অনুপস্থিত ২০৮ জন।

কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৫ হাজার ১২২ জন এবং অনুপস্থিত ৪৫ জন।

রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৮৪১ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৮১৭ জন। অনুপস্থিত ২৪ জন।

খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৪৮৮ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪৭৭ জন এবং অনুপস্থিত ১১ জন।

বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ৬১৫ জনের মধ্যে অংশ নেয় ৬১২ জন এবং অনুপস্থিত ৩ জন। ২১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট অনুপস্থিত ছিল ২৯১ জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৯১ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেইসঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।