ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিত্রাং: চসিকের কন্ট্রোল রুম চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
সিত্রাং: চসিকের কন্ট্রোল রুম চালু ...

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কিত যেকোন তথ্য ও জরুরি সেবা দিতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। কন্ট্রোল রুমে যোগাযোগ নম্বর: ০২৪১৩৬০২৬৭ ও ০১৭১৭১১৭৯১৩।

দুর্যোগ পরবর্তী শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবার জন্য মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৮১৭ ৭০৬০৫৫ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পুনঃসংযোগের জন্য ০১৯১২ ৩৪২১৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  

সোমবার (২৪ অক্টোবর) চসিকের দামপাড়া কার্যালয়ে কন্ট্রোল রুমটি খোলা হয়েছে।

দুর্যোগ পরবর্তী সময়ে আশ্রয়ের জন্য উপকূলীয় এলাকায় ৭৪টি সাইক্লোন শেল্টার ও চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।  

মেয়র নগরবাসীকে ঘূর্ণিঝড় সম্পর্কিত যেকোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।