ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাই উপকূলে উল্টে গেছে ড্রেজার, নিখোঁজ ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
মীরসরাই উপকূলে উল্টে গেছে ড্রেজার, নিখোঁজ ৮ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মীরসরাই ইকোনমিক জোন সংলগ্ন উপকূলে একটি ড্রেজার উল্টে গেছে। এ ঘটনায় ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ড্রেজারডুবির ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছে।  

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বাংলানিউজকে জানান, সাগরে উল্টে যাওয়া ড্রেজারটি দেখা যাচ্ছে। আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। ঘূর্ণিঝড় ও জোয়ারের কারণে সাগর উত্তাল রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।