ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউ প্রিমিয়ার ক্রিকেট লীগে ছেলেদের পাশাপাশি অংশ নিচ্ছে ছাত্রীরাও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
ইডিইউ প্রিমিয়ার ক্রিকেট লীগে ছেলেদের পাশাপাশি অংশ নিচ্ছে ছাত্রীরাও ইডিইউ প্রিমিয়ার লীগ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময়ই প্রাণোচ্ছ্বল। ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজনগুলো তাদের এ উচ্ছ্বলতা আরো বাড়িয়ে দেয়।

 

এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাই প্রমাণ দিচ্ছে অচলায়তন ভেঙে নারীরা আজ এগিয়ে আসছে প্রতিটি ক্ষেত্রে। ইডিইউ প্রিমিয়ার লীগে ছাত্রীদের অংশগ্রহণ নারীদের জন্য অনুপ্রেরণাদায়ী।

সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় বেলুন উড়িয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রিমিয়ার ক্রিকেট লীগ উদ্বোধনকালে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। ইডিইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ৩য় বারের মতো বিশ্ববিদ্যালয় মাঠে শুরু হয়েছে এ টুর্নামেন্ট।

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি একঘেঁয়ে পড়ালেখার পক্ষপাতি নয়। নানা ধরনের কর্মকাণ্ডে নিয়মিত অংশ নেয় আমাদের শিক্ষার্থীরা। আমরা চাই এ আয়োজনগুলোর মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের অভ্যাস গড়ে উঠুক।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সারা এগ্রোর স্বত্ত্বাধিকারী আলিফ চৌধুরী। উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

ছাত্রদের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছাত্রীরাও। ছাত্রদের ৪৮টি ও ছাত্রীদের ০৮টি দল পৃথকভাবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। স্পন্সর হিসেবে আছে সারা এগ্রো ফার্ম লিমিটেড। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে ছেলেদের দল টিম ভাইপার্স ও ইডিইউ ওয়ারিয়র্স। এতে জয়ী হয় ওয়ারিয়র্স।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।