ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ঘাটকূল এলাকায় এ ঘটনা ঘটে।

রাকিবুল নগরের চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির মো. শরিফের ছেলে। তিনি ২০২১ সালে আলিম পাস করেছিলেন।
 

হাসপাতালে আনয়নকারী সাহেদ বাংলানিউজকে বলেন, নগরের খাজা রোড খরমপাড়ার মুখে ছুরিকাঘাতে আহত অবস্থায় রাকিবুল ইসলাম পড়েছিলেন। সেখান থেকে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে কে বা কারা ছুরিকাঘাত করেছে আমি জানি না। আহত অবস্থায় পড়ে ছিল, যার কারণে এলাকার ছেলে হিসেবে হাসপাতালে নিয়ে এসেছিলাম।  

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিকেলে ঘাটকূল এলাকায় ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নিহত হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।