ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে: আ জ ম নাছির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠ্যবইয়ের শিক্ষা দেওয়া একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব। তবে শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া শিক্ষকের নৈতিক দায়িত্ব।

পাঠ্যশিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে।
কিন্তু নৈতিক শিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একজন দেশপ্রেমিক, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। নীতি-নৈতিকতা বিবর্জিত মানুষ বিদ্বান হলেও সমাজের উপকারে আসে না।  

সোমবার ৩১ অক্টোবর দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাইস্কুলের উদ্যোগে মিলাদ মাহফিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক শাহ স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম, মাওলানা মঞ্জুর আলম, মাওলানা ইউসুফ আমিনী, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মো. সালাউদ্দিন, অভিভাবক সদস্য মো. ফজল আমিন, মো. শাকিল, মো. তিতুমীর প্রমুখ বক্তব্য দেন।  

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ, নাত, কেরাত, গজল ও হাদিস পাঠে অংশ নেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মিলাদ মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মঞ্জুর আলম।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।