ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে জাল ও নৌকা জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
হালদায় অভিযানে জাল ও নৌকা জব্দ  ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার ঘেরা জাল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।  

বুধবার (২৩ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত হালদা নদীর কচুখাইন ও মোহনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক বাংলানিউজকে বলেন, কচুখাইন ও মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। এছাড়া একটি ডিঙি নৌকা উদ্ধার করা হয়।

 

তিনি আরও বলেন, ডিঙি নৌকাটি নদীতে ডুবিয়ে ধ্বংস করা হয়। হালদা নদীতে নৌ টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।