ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

নাদিমের মৃত্যুতে শোক জানিয়েছে ইন্দো বাংলা প্রেসক্লাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, জুন ১৬, ২০২৩
নাদিমের মৃত্যুতে শোক জানিয়েছে ইন্দো বাংলা প্রেসক্লাব

দুর্বৃত্তদের হামলায় নিহত বাংলাদেশের জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতার ইন্দো বাংলা প্রেসক্লাব।  

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় জরুরি এক সভায় এ ঘটনার প্রতিবাদ করে শোক প্রস্তাব আনা হয়।

 

এ সময় ইন্দো বাংলা প্রেসক্লাবের সব সদস্য গোলাম রাব্বানী নাদিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ক্লাবের সব সদস্যের হাতেই ছিল গোলাম রাব্বানীর একটি সাদা-কালো ছবি।  

সংক্ষিপ্ত শোক সভা অনুষ্ঠানে ইন্দো বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তোলেন।  

বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন গোলাম রাব্বানী। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাংলানিউজের জামালপুরের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত গোলাম রাব্বানীর।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।