আগরতলা (ত্রিপুরা): ফের ত্রিপুরা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫ কোটি টাকা মূল্যের ইয়াবা বড়ি পাওয়া গেছে।
ত্রিপুরার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিশেষ সূত্রের উত্তর জেলার বাগবাসা থানার কাছে আগাম খবর আসে- একটি নম্বরহীন নতুন গাড়িতে করে আসাম রাজ্য থেকে মাদক আসছে। এ খবরের ভিত্তিতে পুলিশ রাস্তায় তল্লাশি শুরু করে। ওই গাড়িটিকে দেখে পুলিশ থামিয়ে তল্লাশি চালিয়ে কয়েকটি প্যাকেটে ৫৫ হাজার ইয়াবা জব্দ করে। কালোবাজারে এসব বড়ির দাম ৫ কোটি রুপি হতে পারে।
তিনি আরও বলেন, ওই গাড়িতে তিনজন ছিলেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন আব্দুল লোত্ত, বোরহান উদ্দিন, জনাব আলী। তাদের সবার বাড়ি আসাম রাজ্যে। তাদের বিরুদ্ধে ভারতীয় মাদক নিরোধী আইনে বাগবাসা থানায় মামলা হয়েছে। সেটির তদন্তও শুরু হয়েছে।
মাদকগুলো ত্রিপুরায় কাদের দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল সে ব্যাপারে জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ইয়াবাগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমজে