আগরতলা (ত্রিপুরা): পোস্টাল ব্যালটের মাধ্যমে লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ত্রিপুরায় আশ্রয় নেওয়া মিজোরামের রিয়াং শরণার্থীরা।
শরণার্থী শিবিরের ভোটারদের ভোটাধিকার নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যে আলোচনা চলছিল।
প্রায় ১৭ বছর আগে জাতিগত সংঘর্ষের জেরে মিজোরাম থেকে পালিয়ে ত্রিপুরায় আশ্রয় নেন রিয়াং সম্প্রদায়ের মানুষরা।
কাঞ্চনপুরের সাতটি ক্যাম্পে তারা বর্তমানে বসবাস করছেন। তাদের সংখ্যা প্রায় ৪২ হাজার। বারবার তাদের ফিরিয়ে নেওয়ার কথা হলেও এ পর্যন্ত কাজের কাজ কিছুই হয় নি। এ নিয়ে ত্রিপুরা সরকারও বারবার কেন্দ্র এবং মিজোরাম সরকারকে চাপ দিয়েছে।
কিন্তু বহু আলোচনা হলেও রিয়াং সম্প্রদায়ের মানুষের কোনো অবস্থার পরিবর্তন হয়নি। তারা এখনও ত্রিপুরার শরণার্থী শিবিরেই দিনযাপন করছেন।
এদিকে শরণার্থীদের নিয়ে এবার লোকসভা নির্বাচনের আগে ফের জলঘোলা শুরু করেছে রাজনৈতিক দলগুলো।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা ভারতের নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি লিখে জানান, শরণার্থীরা যদি ত্রিপুরা থেকে মিজোরামে ফিরে না আসে তবে তাদের ভোট গ্রহণ যাতে বাতিল করা হয়। অন্তত মিজোরামের লোকসভা নির্বাচনের জন্য তাদের যেন ভোট দিতে না দেওয়া হয়। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে মিজোরামে ফিরে এসেই।
ঠিক একই দাবি জানিয়েছেন, মিজোরামের কংগ্রেস সভাপতিও। তিনি দাবি করেন, মিজোরামে ফিরে না এলে রিয়াং শরণার্থীদের নাম যেন মিজোরামের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়।
এসব দাবি আপত্তির পর ভারতের নির্বাচন কমিশন তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রিপুরার সাতটি ক্যাম্পে আশ্রয় নেওয়া রিয়াং শরণার্থীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এজন্য সাতটি শরণার্থী ক্যাম্পে আলাদা আলাদা সেন্টার খোলা হবে।
যেখানে শিবিরে বসবাসকারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সাত ক্যাম্পে একই সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শরণার্থী শিবিরের প্রায় সাড়ে ১১ হাজার মানুষের নাম ভোটার তালিকা আছে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪