ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আমেথি‘তে রাহুলের মনোনয়ন পেশ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
আমেথি‘তে রাহুলের মনোনয়ন পেশ

ঢাকা: কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তথা সোনিয়া গান্ধী পুত্র রাহুল গান্ধী উত্তর প্রদেশের আমেথি আসন থেকে লোকসভা নির্বাচনে লড়তে শনিবার তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

এনডিটিভি জানিয়েছে, এ সময় তার পাশে মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়ংকা গান্ধী এবং বোনের স্বামী রবার্ট ভদ্রা উপস্থিত ছিলেন।



কংগ্রেসের ২নং শক্তিশালী নেতা রাহুল আমেথি থেকে তৃতীয়বারের মতো  নির্বাচনে লড়ছেন। মনোনয়ন পত্র পেশের পর রাহুল বলেন, আমেথি‘র জন্য আমি গত ১০ বছর যাবৎ কাজ করছি।

আমেথির সঙ্গে আমাদের পারিবারিক বন্ধন রয়েছে। এজন্য আমি এখান থেকে ভালবাবেই বিজয়ী হব। তবে ৪৩ বছরের রাহুল এ সময় প্রধানমন্ত্রীর দৌঁড়ে থাকা বিজেপি নেতা নরেন্দ্র মোদী সম্পর্কে কোন কথা বলেননি।

তবে রাজীব-সোনিয়া পুত্রকে চাপে ফেলতে ময়দানে জোর পরিশ্রম করছেন আম আদমি পার্টির প্রার্থী কুমার বিশ্বাস। কুমার বিশ্বাসের পাশাপাশি রাহুলের প্রতিপক্ষ বিজেপির স্মৃতি ইরানিও। এতে করে  রাহুল তাঁর নিজের কেন্দ্রে কিছুটা কোণঠাসা।

মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় সম্পত্তির হিসাবে রাহুল জানিয়েছেন, তাঁর কোনও ব্যক্তিগত গাড়ি নেই। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯.৪ কোটি টাকা। গত পাঁচ বছরে রাহুলের সম্পত্তির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে।

২০০৯ সালে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পর রাহুল জানিয়েছেন, তাঁর সম্পত্তির পরিমাণ ৪.৭ কোটি টাকা। এই পাঁচ বছরে তিনি মলে দুটো দোকান ও হরিয়ানায় চাষের জমি কিনেছেন। পাশাপাশি দিল্লিতে ইন্দিরা গান্ধী ফার্মে নিজের শেয়ার রেখে দিয়েছেন।

আমেথি কেন্দ্রে নির্বাচন ৭ মে।

গতবার-  ২০০৯ সালের নির্বাচনে লোকসভায় আমেথি কেন্দ্রের ফলাফল
রাহুল গান্ধী (কং)- ৪,৬৪,১৯৫
আশিষ শুক্লা (বিএসপি)-৯৩,৯৯৭
অশোক সিং (বিজেপি)-৩৭,৫৭০
ফলাফল-রাহুল গান্ধী ৩,৭০,১৯৮ ভোটে জয়ী।

এই আসনে মোট ১৪ বারের মধ্যে ১২ বারই জয়লাভ করেছে কংগ্রেস। মাত্র একবার, ১৯৯৮-৯৯ সালের নির্বাচনে জেতে বিজেপি। রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সোনিয়া গান্ধী এই কেন্দ্র থেকে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
  
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।