ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় প্রতিভার প্রমাণ রাখলো বাংলাদেশের ছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, মে ২, ২০১৪
কলকাতায় প্রতিভার প্রমাণ রাখলো বাংলাদেশের ছাত্রী

কলকাতা: বুধবার কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত “স্টারস অফ টুমরো”-অনুষ্ঠানে বাংলাদেশের এক উদীয়মান শিল্পী হিসেবে নিজের নৃত্য প্রদর্শন করলো জুয়াইরিয়া মৌলী।

“পশ্চিমবঙ্গ নৃত্য ফেডারেশন” ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শৈলীর প্রতিভাবান শিল্পীদের তাদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ করে দেয়।

এই প্রথম বাংলাদেশের কোন শিক্ষার্থী অনুষ্ঠানে নৃত্য প্রদর্শনের সুযোগ পেল।

বিভিন্ন দেশের প্রায় ৪ হাজার শিল্পীর মধ্যে থেকে জুয়াইরিয়া মৌলীকে নির্বাচিত করেন মমতা শঙ্করের নেতৃত্বে প্রখ্যাত নৃত্য বিশারদদের একটি দল।

জুয়াইরিয়া মৌলী প্রথম নৃত্য শিক্ষা নেন ভারতনাট্যতম গুরু অমিত চৌধুরীর কাছে। তারপর বিলায়েত হোসেন খানের কাছ থেকেও তিনি শিক্ষা নেন। বর্তমানে তিনি লুবনা মরিয়ম পরিচালিত সাধনা সাংস্কৃতিক মণ্ডলের নিয়মিত শিল্পী।

জুয়াইরিয়া মৌলী জানিয়েছে, সে নিজেকে ভবিষ্যতে একজন সফল ভারতনাট্যম শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।