কলকাতা: বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোটগ্রহণ।
বুধবার দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, হামলা, প্রার্থীদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পূর্ব মেদিনীপুরে এগরা অঞ্চলে ৫০টি বুথ থেকে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বর্ধমান জেলার জামুড়িয়া এলাকায় সিপিএম কর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ এসেছে।
আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে বুথে ঢুকতে দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় বলে খবর পাওয়া গেছে।
এদিকে, মেদিনীপুরে সিপিএম প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।
ভোট শুরুর পর কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী নেই বলে কমিশনের দপ্তরে অভিযোগ আসে। তবে সেসব স্থানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কমিশনে সূত্রে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬টি লোকসভা কেন্দ্রে গড়ে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৭, ২০১৪