ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতাকে বিশ্বাসঘাতক বললেন রাহুল

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মে ৯, ২০১৪
মমতাকে বিশ্বাসঘাতক বললেন রাহুল রাহুল গান্ধী

কলকাতা: ভারতে মাসব্যাপী নির্বাচনের শেষদফা ভোট ১২ মে। এই শেষদফা ভোটের আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এসে জনসভা করে গেলেন দিল্লির বাসিন্দা কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।



কংগ্রেসের এই তরুণতুর্কী নেতার জনসভা ঘিরে কলকাতাবাসীর মধ্যে ছিল ব্যাপক উত্সাহ উদ্দীপনা৷

কলকাতা শহীদ মিনারে জনসভা করেন কংগ্রেসের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী গান্ধী পরিবারের রাহুল। এদিন রাহুল গান্ধী পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষমতায় এসে তিনি এ কাজটি করেছেন।

অবশ্য রাহুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লোক হিসেবে ভাল কিন্তু প্রশাসক হিসেবে ব্যর্থ্‌। যে কারণে কেন্দ্র থেকে অর্থ পাঠানো হলেও তিনি তা যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন। মমতার তৃণমূল কংগ্রেসকে রাহুল ‘শক্তিশালী বিরোধীদল’ হিসেবে উল্লেখ করেন তিনি।

রাহুলের অভিযোগ, পশ্চিমবঙ্গে নারী নির্যাতন বেড়েছে। টেট নিয়েও সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, মোদীকে কিছু বোঝানো যায় না। কিন্তু মমতাকে বোঝানো যায়। রাহুল মমতাকে উদ্দেশ্য করে করে বলেন, এতো রাগ ভাল নয়।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।