ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সোমবার শেষ দফার ভোট পশ্চিমবঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মে ১১, ২০১৪
সোমবার শেষ দফার ভোট পশ্চিমবঙ্গে

কলকাতা: সোমবার ভারতের নবম এবং পশ্চিমবঙ্গের পঞ্চম তথা শেষ দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শেষ দফার নির্বাচনে মোট ৪১টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে।



৪১টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিহারে ৬টি, উত্তরপ্রদেশ ১৮টি এবং পশ্চিমবঙ্গে ১৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

পশ্চিমবঙ্গের ১৭ কেন্দ্রের মধ্যে বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, ঘাটাল, তমলুক, কাঁথি, মথুরাপুর, জয়নগর এবং বসিরহাট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

যেসব ‘হেভিওয়েট’ প্রার্থীর ভাগ্য পশ্চিমবঙ্গের পঞ্চম তথা শেষ দফার নির্বাচনে নির্ধারিত হবে তারা হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী সুপারস্টার দেব, বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী গায়ক ইন্দ্রনীল সেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা তাপস পাল, বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জাদুকর পি সি সরকার প্রমুখ।  

পঞ্চম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গত দফাগুলোর থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। কলকাতার চারটি লোকসভা কেন্দ্রের সব বুথেই নিরাপত্তার জন্য থাকবে আধা সামরিক বাহিনী।

রোববার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় আধা সামরিক বাহিনী পৌঁছাতে শুরু করেছে। বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।