কলকাতা: সাউথ ব্লকে এখন বিদায়ের সুর। আগামী শনিবার থেকে ‘প্রাক্তন’ হয়ে যাবেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী।
ড. মনমোহন সিং, যিনি ছিলেন সাউথ ব্লকের গত দশ বছরের বাসিন্দা, তিনি তার বাকি জীবনের জন্য থাকবেন তার নতুন বাসা ৩, মতিলাল নেহেরু মার্গের বাংলো বাড়িতে।
সরকারি খরচ কমানোর কথা মাথায় রেখে গত ১০ বছরে তার বাড়ি ও অফিসের কোন পরিবর্তন করেননি ড. মনমোহন সিং। তবে ইতিমধ্যেই নতুন প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে অঙ্গসজ্জা বদলাতে শুরু করে দিয়েছেন সাউথ ব্লকের কর্মীরা।
কাজ চলছে ৩ মতিলাল নেহেরু মার্গের বাড়িতেও। তবে নতুন কিছু পরিবর্তন নয়। বরং ২৬ টি এসি মেশিন যুক্ত এই বাড়ি থেকে অন্তত ২১ টি এসি মেশিন খুলে দেবার নির্দেশ দিয়েছেন ড. মনমোহন সিং। তিনি জানিয়েছেন, শোবার ঘর এবং বৈঠকখানা ঘর ছাড়া তার আর কোন জায়গায় এসি মেশিনের দরকার নেই। সেই মতোই কাজ চলছে ঐ বাড়িতে।
সর্বোচ্চ কত টাকা খরচ করা যাবে নতুন বাড়ির মেরামতে সেটিও জানিয়ে দিয়েছন অর্থনীতির পণ্ডিত এই মানুষটি। তিনি নির্দেশ দিয়েছেন, যেন কোন ভাবেই মেরামতির কাজে আড়াই লক্ষ রুপির বেশি খরচ না করা হয়।
২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই বাড়িতে থাকতেন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৪ মে, ২০১৪