ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সবুজ আবিরে পশ্চিমবঙ্গে অকাল বসন্ত

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪
সবুজ আবিরে পশ্চিমবঙ্গে অকাল বসন্ত

কলকাতার কালিঘাট থেকে: গোটা দেশের আবিরের রঙ গেরুয়া হলেও কলকাতার কালীঘাটে সবুজ আবিরের ছড়াছড়ি। পশ্চিমবঙ্গে প্রায় বাম শূন্য অবস্থায় নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস।



১০ টি আসনে তারা জয় লাভ করেছে। বাকি ৩২ আসনের মধ্যে ২৩টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

একমাত্র মুর্শিদাবাদ আসনে এগিয়ে আছে বামফ্রন্ট প্রার্থী বদরুজ্জোয়া খান।

প্রথমে খবর আসে ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী ২ লাখ ২৫ হাজার ভোটে জয়ী হয়েছেন। সিপিএম এর প্রার্থী সুভাষিণী আলীকে তিনি হারিয়েছেন।

সকাল থেকেই একের পর এক আসনে এগিয়ে যাবার খবর আসছিল কালিঘাটে। জয়ের খবরের সঙ্গে সঙ্গে  উল্লাস-চিৎকারে ফেঁটে পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের কর্মী-সমথর্করা।

দেশ-বিদেশের কয়েকশ সংবাদ মাধ্যমের কর্মীও হাজির হয়েছেন কালিঘাটে এ বাড়ির সামনে।

এ যেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এক অকাল বসন্ত উৎসবের সূচনা হয়েছে। সবুজ আবিরে একে অন্যকে রাঙিয়ে দেন এ উৎসব পালন করছেন উপস্থিত কর্মী-সমর্থকরা।

নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল  প্রার্থী শ্রী রেণুকা সিনহা।

আলীপুর দুয়ার  লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বীরেন্দ্র ওঁরাও এগিয়ে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে  এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী বিজয় বর্মণ।

এছাড়া দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া, রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শ্রীমতী দীপা দাস মুন্সি, বালুরঘাটে তৃণমূলের  প্রার্থী নাট্যকর্মী অর্পিতা ঘোষ এগিয়ে আছেন।

অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মসৌম বেনজির নূর এবং মালদা দক্ষিণে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী আবু হাশেম খান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।