ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্মী নেই কংগ্রেস অফিসে

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪
কর্মী নেই কংগ্রেস অফিসে

নয়াদিল্লি: সভাপতি সোনিয়া আসবেন। তবুও সুনশান আকবর রোডের কংগ্রেস অফিস।

কাছেই অশোক রোডে গমগম করছে বিজেপি অফিস। সেখানে এখন একক সংখ্যাগরিষ্ঠতার উল্লাস। আর সবচেয়ে বেশি সময় স্বাধীন ভারত শাসন করা কংগ্রেস অফিস যেন জমজমাট ছিলোই না কখনো।

১৬তম লোকসভা নির্বাচনের ভোট গণনার পর দুপুরে দলের পক্ষে সভাপতি সোনিয়া গান্ধী সংবাদ সম্মেলন করবেন জেনেও নেতাকর্মীরা এলেন না পার্টি অফিসে। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেও কেবল মিডিয়া কর্মীরাই পার্টি অফিস জমিয়ে রাখলেন কিছুটা।

গত ১০ বছর টানা ভারত শাসন করা কংগ্রেসের এ কেমন পরিণতি? কর্মী শূন্যতার হাহাকার যেন ছুঁয়ে গেলো সংবাদ সম্মেলন কাভার করতে আসা মিডিয়া কর্মীদের মনেও। সারাসময়ই এই কর্মী শূন্যতার আলাপেই কাটালেন মিডিয়া কর্মীরা।

যে অফিসে সোনিয়া গান্ধীর সংবাদ সম্মেলন মানেই ছিলো নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। যে অফিস সোনিয়ার নামে মুহুর্মূহু স্লোগানে প্রকম্পিত হতো, সেই একই অফিসে স্লোগান দেওয়ার লোকই খুঁজে পাওয়া গেলো না।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।